চাই খোলা চোখ

লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০২ জানুয়ারি, ২০১৩, ০৬:৫৪:১৩ সন্ধ্যা

চাই খোলা চোখ

’এক মাঝি’ দুই তরী চলে কি?

মোরা চাই পাশাপাশি একসাথে।

পিছুপিছু? বেধে একসাথে?

হবেনা, তরীতে আমরা অনেক মানুষ।

আমরা পিছনে থেকে নয়, সামনে এগুতে চাই।

সামনে থেকে, নয়তো সমানে সমান।

এই আলোতে হবেনা আমরা সমান আলো চাই।

প্রয়োজনে নতুন আলো জ্বালাবো,

নতুন মাঝিতে তরী চালাবো।

আমরা পারবোনা? আলোর জন্য আবেদন?

আমাদের মাঝি দাড় টানতে ব্যর্থ হবে?

আমাদের অধিকার বুঝিয়ে দিবে?

হবেনা। এসব তোমার চলানা।

আমরা পারবো, এই তরীতে আমরা অনেক মানুষ।

কেন এত ঘা সওয়া!

কেন এত রক্ত ঝরা!

কেন এত মার খাওয়া!

কেন এখনো এত পথ পড়ে থাকা!

এই মাঝি, মোদের কোথায় নিয়ে যাচ্ছ?

এই আলোতে আমরা কিছুই দেখিনা।

এই মাঝি ব্যর্থ একে দ্বারা হবেনা।

সেকি! সেই একই দৃশ্য!

না না হবেনা, তোমাকে দ্বারাও হবেনা।

যা দেখলাম তোমরা সবাই তোমাদের জন্য!

এই, কে তুমি? কি বলছ?

শুধু মাঝি পরিবর্তনে হবেনা?

চলার পথ পরিবর্তন করতে হবে?

যেই পথ শ্রেষ্ঠ মাঝি বানায় সেই পথ?

"somudro soikot"

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File